ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিলেটে ভয়াবহ আগুন

সিলেটে ভয়াবহ আগুন

সিলেটের কাজীরবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর গতকাল বুধবার ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে গত মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে পূর্ব কাজীরবাজারে হানিফের চটের দোকান থেকে এ আগুনের সূত্রপাত হয়।

দমকল বাহিনীর সিলেট তালতলা স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা বেলাল আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, গত মঙ্গলবার মধ্যরাতে পূর্ব কাজীরবাজার অগ্রণী ব্যাংকের বিপরীত পাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখানে হানিফ মিয়ার দোকানসহ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। দোকানগুলোর মধ্যে বস্তার গুদামও ছিল। আগুনে প্লাস্টিকের দরজা, জানালা, গুদামজাত পাটের বস্তা, প্লাস্টিকের বস্তাসহ অন্যান্য মালামাল পুড়ে যায়। এতে প্রায় ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত