ঢাকা ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সাক্ষী না আসায় আদালতে উঠানো হয়নি নূর হোসেনকে

সাক্ষী না আসায় আদালতে উঠানো হয়নি নূর হোসেনকে

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রধান আসামি নূর হোসেনের বিরুদ্ধে সাক্ষী না আসায় তাকে আদালতে তোলা হয়নি। এদিন কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হলেও সাক্ষী না আসার কারণে তাকে আদালতে উঠানো হয়নি। পরে আদালত আগামী ২৮ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন। সেই সঙ্গে আসামিপক্ষের আইনজীবীরা নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার আবেদন করেছেন। গতকাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালত এবং ৪ নং সহকারী দায়রা জজ আদালতে দুইটি মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা ছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত কোনো আদালতেই সাক্ষগ্রহণ করা হয়নি।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কামাল হোসেন বলেন, নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জ কারাগারে আনা হয়েছিল। কিন্তু সাক্ষীরা কেউ না আসায় শেষ পর্যন্ত তাকে কোনো আদালতেই উঠানো হয়নি। দুইটি মামলায় দুই আদালতে সাক্ষী গ্রহণের দিন ধার্য করা হয়েছিল। তিনি আরো বলেন, আমরা আদালতের কাছে আবেদন করেছি নূর হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখার জন্য। কাশিমপুর কারাগার থেকে তাকে নিয়ে আসতে অনেক সময় লেগে যায়। যার কারণে যথাসময়ে নারায়ণগঞ্জ উপস্থিত হতে পারে না। আমরা আবেদন করেছি সেটা আদালত বিবেচনা করবে। আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমিন আহমেদ বলেন, সাক্ষীরা না আসায় নূর হোসেনকে আদালতে তোলা হয়নি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত