জাতীয় পার্টি কোনো হিংসাত্মক কাজ করেনি
বললেন সেলিম ওসমান
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান বলেছেন, জাতীয় পার্টির কাজ মানুষের উন্নয়ন করার কাজ। আমরা সরকারের সাথে থেকে কাজ করেছি, বিরোধী দলে থেকেও কাজ করেছি। আমরা জাতীয় পার্টি কোনো হিংসাত্মক কাজ করিনি। গতকাল শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের বন্দরে জেলা ও মহানগর জাতীয় পার্টির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, করোনার পর রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমরা কিছুটা খেই হারিয়েছি। উন্নয়ন কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে। প্রধানমন্ত্রী এতগুলো ভ্যাকসিন দিয়েছে বলেই আজ আমরা মাস্ক ছাড়া উপস্থিত হতে পেরেছি। আবারও যেন করোনার মতো মহামারি না আসে সেদিকে খেয়াল রাখবেন। ভবিষ্যতে বন্দরে নারায়ণগঞ্জের মানুষ কাজ করতে আসবে বন্দরের মানুষ নারায়ণগঞ্জে যাবে না। তিনি বলেন, বক্তারা বলেছেন বন্দরে সন্ত্রাস নেই। বন্দরে আবারও সন্ত্রাস মাথা চাড়া দিচ্ছে। এমন কেউ নেই যার কাছে চাঁদা চাওয়া হচ্ছে না। বন্দরের মানুষ গত বছরও যেমন নিশ্চিন্তে ছিল এখনও নিশ্চিন্তে থাকবে। নারায়ণগঞ্জে বন্দরে কেউ যদি সন্ত্রাস করতে আসে তাহলে আমার লাশ পড়বে কিন্তু সন্ত্রাস করতে দেয়া হবে না।
মানুষকে খুশি করতে পারলে ইনশাআল্লাহ আবারও নির্বাচন করবো। আমি স্বীকার করি বিভিন্ন কারণে আমরা দুটো বছর উন্নয়ন থেকে বঞ্চিত ছিলাম। আমরা পরিকল্পনা করছি বন্দরকে নিয়ে। কেউ যদি উন্নয়নে বাধা দেয় আমাকে কমপ্লেইন করতে হবে। সে যেই হোক। বন্দরে কোন রকমের অশান্তি সৃষ্টি করতে দেয়া হবে না। আপনারা অভিযোগ করবেন আমিও করবো। বৃষ্টিতে রাস্তার যা অবস্থা হয়েছে সেটা সহ্য করার মতো না। ভবিষ্যতে ফান্ড এলে আগামী বর্ষার আগে বন্দরের কোন রাস্তা যেন কাঁচা না থাকে। আপনারা দোয়া করবেন, আমরা পরিশ্রম করবো। তিনি আরো বলেন, আমি যতগুলো মিটিং এখানে করেছি সেখানে তিনটি দলের লোক মিলে বসে কাজ করেছি। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি সবাই একসাথে বসে বন্দরের জন্য কাজ করেছি। ভবিষ্যতে বন্দরে ইন্ডাস্ট্রি হবে। আমরা সবাই জনগণের খাদেম।