ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজধানীর হাজারীবাগ থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

রাজধানীর হাজারীবাগ থেকে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গত বুধবার রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাকিব হোসেন ঘরামি (১৯) বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কী-বোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, একটি ভিজিএ ক্যাবল ও একটি প্রিন্টার ক্যাবল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

আলোকিত বাংলাদেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত