র্যাব-১০ এর একটি আভিযানিক দল গত বুধবার রাজধানী ঢাকার হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ প্রস্তুতকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. রাকিব হোসেন ঘরামি (১৯) বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে ৩১টি ভুয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কী-বোর্ড, একটি মাউস, একটি প্রিন্টার, একটি ভিজিএ ক্যাবল ও একটি প্রিন্টার ক্যাবল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি বেশ কিছুদিন ধরে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্সের জাল সার্টিফিকেট তৈরি করে আসছিল। সে টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরি করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকাণ্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।