ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয়

সিকৃবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ছয়

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পসে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ভুত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজমান রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের শাহ পরাণ (রহ.) থানার ওসি সৈয়দ আনিসুর রহমান। তিনি বলেন, কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের কমিটি গঠন নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। ক্যাম্পাস সূত্র জানায়, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে কর্মিসভায় কৃষি অর্থনীতি ও ব্যবসা শিক্ষা অনুষদের ২০ সদস্যের কমিটি হওয়ার কথা ছিল। সিকৃবি ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান আশিক ও সাধারণ সম্পাদক ইমদাদুল হকের এই কর্মতৎপরতায় বাধা প্রদান করেন ক্যাম্পাস ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকের বিদ্রোহী সহ-সভাপতি শরীফ হোসাইন, সাব্বির মোল্লা, সাংগঠনিক সম্পাদক আরমান হোসাইন, আকাশ ভূঁইয়া ও প্রান্ত ইসলাম। তাদের বাধার প্রেক্ষিতে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এ সময় এক গ্রুপ আরেক গ্রুপকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয়পক্ষের অন্তত ছয়জন আহত হন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত