ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মাইলস্টোন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব

মাইলস্টোন কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পিঠা উৎসব

আমাদের লোকজ ইতিহাস-ঐহিত্য, পারিবারিক, সামাজিক বন্ধনকে আরও দৃঢ় এবং মজবুত রাখার প্রত্যয় নিয়ে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পৌষালী পিঠা উৎসব। আমাদের চিরায়ত শিল্প নৈপুণ্যের স্মারক পিঠা উৎসবের আয়োজক ছিলেন মাইলস্টোন কলেজের অন্তর্ভুক্ত মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (ইংরেজি ভার্সন)। গতকাল শনিবার পৌষের কুয়াশা ভেজা সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পিঠা উৎসবের উদ্ধোধন করেন মাইলস্টোন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিসেস মমতাজ বেগম। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন কলেজের উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.), অধ্যক্ষ প্রফেসর মো. সহিদুল ইসলাম, উপাধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম, মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম, পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলম প্রমুখ। মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল (ইংরেজি ভার্সন) আয়োজিত আবহমান বাংলার নান্দনিক ঐতিহ্য পিঠা উৎসবে স্থান পেয়েছে নকশি, পোয়া, পাকান, পানতোয়া, লতিকা, ভাপা, চিতই, মুগ পাকন, ঝাল পুলি, ছেই, ফুলঝুরি, ক্ষীরকুলি, পাতা, চাঁদ পাকান, বিবিখানার মতো বাহারি পিঠা এবং মুখরোচক পায়েস।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত