ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত

মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা উদযাপিত

মির্জা আহমেদ ইস্পাহানি উচ্চবিদ্যালয়ে দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে গত বুধবার বিদ্যালয়ের মাঠে সম্পন্ন হয়। সকাল ৯টায় বিদ্যালয়ের প্রাঙ্গণে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতা উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও ইস্পাহানি শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম গ্রামার স্কুলের একাডেমিক ডিরেক্টর শিরিন মাহমুদ ইস্পাহানি, এমএম ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি, মির্জা সনম ইস্পাহানি, আমেনা মরিয়ম ইস্পাহানি। অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পাহাড়তলী টেক্সটাইল ও হোসিয়ারি মিলসের প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, ড. ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা (মহাব্যবস্থাপক, ইস্পাহানি টি লিঃ), কুমার অরিন্দম মিত্র (মহাব্যবস্থাপক, মেনটেইনেন্স-পিটিএইচএম), মু. আবদুল মালেক (মহাব্যবস্থাপক, উৎপাদন-পিটিএইচএম), মো. আনিসুজ্জামান (মহাব্যবস্থাপক, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) ইঞ্জিনিয়ার মো. সুলতান আহমেদ (উপ-মহাব্যবস্থাপক, পিটিএইচএম), শওকত সাদেক (উপ- মহাব্যবস্থাপক, অ্যাডমিন-পিটিএইচএম), লে. আজিজ আহমেদ চৌধুরী (অব.) চিফ অব সিকিউরিটি। প্রধান অতিথির বক্তব্যে মির্জা সালমান ইস্পাহানি বলেন, খেলাধুলা মন ও দেহকে সুস্থ রাখে এবং সুন্দর সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলার বিকল্প নেই।

অনুষ্ঠানের প্রথম পর্বে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলন, বিএনসিসি ক্যাডেটদের মার্চপাস্ট, শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ডিসপ্লে এবং শিক্ষক ও অভিভাবকদের প্রত্যক্ষ অংশগ্রহণে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়। দ্বিতীয় পর্বে শিক্ষক, অভিভাবক, অতিথিদের সার্বিক উপস্থিতি ও শিক্ষার্থীদের সরব অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। সবশেষে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মজিবুর রহমান সবাইকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত