ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বশেমুরকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদ খোলার বিষয়ে কর্মশালা

বশেমুরকৃবিতে কৃষি প্রকৌশল অনুষদ খোলার বিষয়ে কর্মশালা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন কৃষি প্রকৌশল অনুষদ খোলার বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তাব প্রণয়নের লক্ষ্যে এক বিশেষজ্ঞ কর্মশালা গতকাল রোববার, বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কৃষি প্রকৌশল অনুষদ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক ও ডিন, গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদ প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানের বিশেষজ্ঞ কনসালটেন্টদের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. মো. মঞ্জুরুল আলম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. মো. আব্দুল বাকী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. মো. আব্দুল মজিদ, কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর ড. এমজি মোস্তফা আমিন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের প্রফেসর ড. রাকিব হাসান, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আইয়ুব হোসেন, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. দুররুল হুদা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের কৃষি প্রকৌশল বিভাগের সহ-সভাপতি ইঞ্জি. মো. শফিকুল ইসলাম শেখ, পল্লী উন্নয়ন একাডেমির পরিচালক ফেরদৌস হোসেন খান, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ড. আবু রায়হান মোস্তফা কামাল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আনোয়ার হোসেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। কনসালটেন্টরা অনুষদের কারিকুলাম ও কোর্স কন্টেন্টসের ওপর মূল্যবান মতামত প্রদান করে কর্মশালাকে সমৃদ্ধ করেন। কর্মশালায় বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রক্টর, প্রভোস্ট, অধ্যাপক ও সহযোগী অধ্যাপকরা এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত