নারায়ণগঞ্জে পেট্রল পাম্পকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতি ১০ লিটার তেলে ৩১০ থেকে ৪০০ মিলিলিটার কম দেয়ার অভিযোগে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে নারায়ণগঞ্জের এসএস ইন্টারন্যাশনাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনকে। গত সোমবার ওই পাম্পে অভিযান চালায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিএসটিআই।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এসএস ইন্টারন্যাশনাল সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিব সরকারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কর্মকর্তা ফিল্ড অফিসার (সিএম) মো. মাজহারুল ইসলাম ও পরিদর্শক (মেট) মো. আহমেদ হোসেন দায়িত্ব পালন করেন। সহযোগিতায় ছিলেন পরীক্ষক (মেট) মো মাহফুজার রহমান। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩১০ মিলিলিটার ও ডিজেলে ৩৮০ ও ৪০০ মিলিমিটার কম দেয়ায় ওই প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা জরিমানা করা হয়।