ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আন্দোলন সফল করতে যা করার তাই করব : নজরুল ইসলাম খান

আন্দোলন সফল করতে যা করার তাই করব : নজরুল ইসলাম খান

ময়মনসিংহ বিএনপির গণঅবস্থান কর্মসূচিতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আজকে পত্রিকায় দেখলাম বলা হয়েছে যে, ধাক্কা দিলেই পড়ে যাব, তা হবে না। ঠিক আছে ধাক্কা দিলে যদি না পড়েন তাহলে যা করলে পড়বেন আমরা এর সবটাই করব। কিন্তু তার প্রস্তুতি কি আছে? আপনারা যারা দ্বায়িত্ব নিয়েছেন আমাদেরকে সিদ্ধান্ত দেওয়ার, আমরা আপনাদের কথা দিচ্ছি আন্দোলনকে পরিপূর্ণভাবে সফল করার জন্য যা করার দরকার আমরা তাই করব। কিন্তু এটা ধাপে ধাপে বলতে হবে। এটাকে আমাদের এগিয়ে নিতে হবে এবং যথাসময়ে যথাযোগ্য কাজটি করতে হবে। ১০ দফা আদায় ছাড়া এদেশের মানুষের মুক্তি হবে না। গতকাল বুধবার বিকাল ৩টায় ময়মনসিংহ নগরীর হরিকিশোর রায় সড়কে বিএনপির বিভাগীয় গণঅবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ১০ দফায় আমরা বলেছিলাম- এই সরকার অন্যায়ভাবে গরিবের উপর জুলুম করার জন্য গ্যাস, বিদ্যুৎ, পানিসহ সব কিছুর মূল্যবৃদ্ধি করে দিয়েছে। এমনকি ঔষধের দামও বৃদ্ধি করেছে। হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। শুধু ভালো আছে তারা, যারা ঘুষ খায়, চাঁদাবাজি করে, অন্যায়ভাবে লুটপাট করে, তারা ভালো আছে। কিন্তু তাদের ভালো করার জন্য আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করি নাই। দেশ স্বাধীন করেছিলাম সাধারণ মানুষের মুক্তির জন্য, তাদের কল্যাণের জন্য। এখন আবার সরকার শতকরা ১৫ ভাগ বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত