ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

দক্ষিণ কেরানীগঞ্জে কেয়ারটেকার হত্যাকারী মাসুদ গ্রেপ্তার

দক্ষিণ কেরানীগঞ্জে কেয়ারটেকার হত্যাকারী মাসুদ গ্রেপ্তার

গত ৯ জানুয়ারি সকাল ৯.৩০ টায় ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আগানগর ইস্পাহানি ২নং রোডস্থ আমিনুল ইসলামের বাড়ির কেয়ারটেকার মো. কাউসার খানকে একই মালিকের পার্শ্ববর্তী বাড়ির কেয়ারটেকার নজরুল গার্ড রুমের ফ্লোরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। মো. কাউসারের কোনো সাড়া শব্দ না পেয়ে তিনি মো. কাউসারের ছেলেকে খবর দেন। সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ এসে সুরতহাল প্রস্তুতপূর্বক লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল, ঢাকায় প্রেরণ করে। উক্ত ঘটনায় নিহত কাউসারের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব বর্ণিত ঘটনার ছায়া তদন্ত শুরু করে ও জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগীতায় গতকাল রাত ৩ টায় রাজধানী ঢাকার রমনা থানাধীন কাকরাইল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসারি জড়িত মো. মাসুদকে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি কেয়ারটেকার হত্যাকাণ্ডের সাথে তার সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। এসময় তার নিকট হতে মৃত কাউসারের ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি আরও জানায়, গ্রেপ্তার আসামি মাসুদ একজন সুযোগ সন্ধানী চোর

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত