চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ বিষয়ে সিদ্ধান্ত ৩১ জানুয়ারি

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

খুব শিগগিরই বন্দর নগরী চট্টগ্রামে মেট্রোরেলের নির্মাণ কাজের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা জানান। ওবায়দুল কাদের বলেন, বন্দর নগরীতে মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ প্রায় শেষ। ঢাকায় মেট্রোরেল কতটুকু আকর্ষণীয় হয়ে উঠেছে সেটা আপনারা দেখেছেন। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামেও মেট্রোরেল হচ্ছে, ফিজিবিলিটি টেস্ট প্রায় শেষ। আগামী ৩১ জানুয়ারি আমি নিজে আবারও আসবো, মেট্রোরেলের ফিজিবিলিটি শেষে পরবর্তী করণীয় ঠিক করে দিবো সেদিন। এখানকার নেতারা তো থাকবেনই, পাশাপাশি তথ্যমন্ত্রীও থাকবেন। চলতি বছরের ৪ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেকে) সভায় ঢাকার পর চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণের নির্দেশ দেন। পরে চায়না রেলওয়ে কন্সট্রাকশন কোম্পানি (সিআরসিসি)-১৯ ও ডব্লিউআইইটিসি জেভি সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করে। সেই কাজ চলার মধ্যেই গত ২৮ ডিসেম্বর ঢাকার প্রথম মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এই বৈদ্যুতিক বাহন রাজধানীর গণপরিবহনে এক নতুন মাত্রা যোগ করে। সরকার দেশের অর্থনৈতিক সংকট ‘কাটিয়ে উঠছে’ মন্তব্য করে ওবায়দুল কাদের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, আমাদের নেত্রী ও দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এখনও পরিস্থিতি স্থিতিশীল আছে, আমরা সংকটকে সম্ভাবনায় রূপ দিতে যাচ্ছি। ক্রমেই রপ্তানি আয় বাড়ছে, আমাদের জিডিপি বাড়বে, চলমান অর্থনীতির ধারায় এমন বলিষ্ঠ আভাস আমরা পাচ্ছি বলে জানান মন্ত্রী।