ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

সাংবাদিক অপূর্ব অপুর ওপর হামলার ঘটনায় চার্জশিট

সাংবাদিক অপূর্ব অপুর ওপর হামলার ঘটনায় চার্জশিট

বরিশালে সময় টেলিভিশনের ব্যুরোপ্রধান ও সিনিয়র রিপোর্টার অপূর্ব অপুর ওপর হামলা সংবাদ প্রকাশের জেরে ঘটেছে বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তা। এ ঘটনায় সাতজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ।

তদন্ত কর্মকর্তা বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ছানোয়ার হোসেন জানান, সংবাদ প্রকাশের জের ধরে পরিকল্পিতভাবে সাংবাদিক অপূর্ব অপুকে হেনস্তা করতেই এ হামলার ঘটনা। তবে অপহরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দীর্ঘ ৭ মাস তদন্ত করে ২০ নভেম্বর সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ ও সাক্ষ্য-প্রমাণ পেয়ে সাতজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

মামলার তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণ ঘটনার পারিপার্শ্বিকতা ও সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনায় জানা যায়, আসামিরা বে-আইনি জনতাবদ্ধ হয়ে পরস্পর যোগসাজসে ৭নং আসামি শাহিন হোসেন মল্লিক মামুনের পরিকল্পনায় এবং আসামি নুরে আলম হাওলাদারের ইশারায় পূর্বপরিকল্পিতভাবে আসামি জিহাদুল ইসলাম জিহাদ ও হাবিবুর রহমান বাদীর পথরোধ করে সাংবাদিক অপুকে ভয়ভীতি হুমকি দেয় এবং হাবিবুর রহমান অপুকে মারধর করে বলে তদন্তে উঠে আসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত