ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

১০ বছর ছদ্মবেশে থেকেও রক্ষা হলো না

১০ বছর ছদ্মবেশে থেকেও রক্ষা হলো না

কিশোর হত্যার ঘটনায় টানা ১০ বছর পালিয়ে থাকার পর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি খোরশেদ আলম (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আটক খোরশেদ আলম ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কেয়ারছানা গ্রামের মো. সেকান্দর আলীর ছেলে। গতকাল শুক্রবার দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গত বৃহস্পতিবার সিলেট শাহপরাণ এলাকা থেকে খোরশেদ আলমকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১৪ এর কোম্পানি অধিনায়ক মেজর আখের মুহম্মদ জয় জানান, ২০১২ সালে খোরশেদ আলম মানিকগঞ্জ সদর এলাকার খোলা গ্রামে সবুজ মোল্লা নামে এক ব্যক্তির পোলট্রি খামারে কাজ করতেন। তখন ওই গ্রামের আব্দুল হকের স্ত্রীর সঙ্গে খোরশেদ আলমের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত