বসুন্ধরা ও রংধনু গ্রুপের উদ্যোগে ১৫ হাজার শীতবস্ত্র বিতরণ

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ

দেশের অন্যতম শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপের যৌথ উদ্যোগে ১৫ হাজার শীতার্ত অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে একযোগে চট্টগ্রাম, নাটোর, রূপগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে এই শিতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্রের মাঝে ছিল কম্বল ও উষ্ণ পোশাক। শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের নাওড়া এলাকায় শীতবস্ত্র বিতরণকালে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের যে নির্দেশনা দিয়েছেন সে লক্ষ্যেই তিনি শীতের শুরু থেকে বিভিন্ন শ্রেণি-গোষ্ঠীর মাঝে উষ্ণতা ছড়ানোর প্রয়াস চালাচ্ছেন। তৃতীয় দফায়, শুক্রবার একযোগে দেশের বিভিন্ন জেলাসহ তার জন্মভূমি রূপগঞ্জের কায়েতপাড়ার ১৫ হাজার শীতার্ত মানুষের মাঝে গরম পোশাক আর কম্বল বিতরণ করা হয়। তিনি বলেন, বসুন্ধরা গ্রুপ ও রংধনু গ্রুপ জন্মলগ্ন থেকে বিভিন্ন সামাজিক, ধর্মীয় উৎসব আর প্রাকৃতিক দুর্যোগে পিছিয়েপড়া মানুষের সঙ্গে ছিল। এই ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান রফিকুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা করিম পাঠান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়ালসহ আরও অনেকে।