কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ

বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গত ১৩ জানুয়ারি র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে আভিযানিক দল ঢাকার কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এ সময় বিএসটিআইয়ের প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশুখাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে মোট ১৮ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন। যার মধ্যে সুকনা মেটার ওয়ার্কার্সকে নগদণ্ড ২ লাখ টাকা, এ আর বি ক্যাবলকে ১ লাখ ৫০ হাজার টাকা, মায়ের দোয়া মেটালকে ২০ হাজার টাকা, রহিমা ট্রেডার্সকে ২ লাখ টাকা, ফরচুন ফুড ইন্ডস্ট্রিজকে ৪ লাখ টাকা, কাদের ফুডকে ৪ লাখ টাকা ও নানিআং ক্যাবলসকে ৫ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ওই মোবাইল কোর্টে ৪ লাখ টাকা মূল্যের নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশুখাদ্য জব্দ ও ধ্বংস করা হয়।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বেশ কিছু দিন ধরে এই অসাধু ব্যবসায়ীরা নকল বৈদ্যুতিক তার ও ভেজাল শিশুখাদ্য উৎপাদন মজুদ ও বাজারজাত করে আসছিল।