ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শাবিকে বিশ্বমানের করে গড়ে তোলার চেষ্টা চলছে : ভিসি

শাবিকে বিশ্বমানের করে গড়ে তোলার চেষ্টা চলছে : ভিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করে গড়ে তুলতে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় প্রশাসন জোর তৎপরতা চালাচ্ছে। আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) সফল করতে আমরা সব ধরনের কর্মপ্রক্রিয়া শুরু করেছি। আশা করছি সবার সম্মিলিত প্রচেষ্টোয় আমরা সফল হব। গতকাল রোববার সকাল ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে 'Workshop on OBE Curriculam: Letter Coding Of General Education Courses' শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. মুহসিন আজিজ খান এবং অনুষ্ঠান সমন্বয় করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ইশরাত ইবনে ইসমাইল ও ড. মো. মাহবুবুল হাকিম। কর্মশালায় বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত