ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নাসিকের তৃতীয় নির্বাচনের বর্ষপূর্তি আজ

নাসিকের তৃতীয় নির্বাচনের বর্ষপূর্তি আজ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) গঠন হওয়ার পর তৃতীয় নির্বাচনের এক বছর পূর্তি হতে যাচ্ছে আজ। গত বছরের এই দিনে (১৬ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১৯২টি ভোটকেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে স্বতস্ত্র প্রার্থী বিএনপি নেতা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে ৬৯ হাজার ১০২ ভোটের ব্যবধানে পরাজিত করে তৃতীয়বারের মতো হ্যাট্রিট মেয়র ও চতুর্থবারের মতো জনপ্রতিনিধি নির্বাচিত হন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

জানা গেছে, ২০২২ সালের ১৬ জানুয়ারি নাসিকের তৃতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ৫ লাখ ১৭ হাজার ৩৫৭ জন ভোটার ১৯২টি ভোটকেন্দ্রের ১৩৯৬টি ভোটকক্ষে ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৩৪ এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১৯ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন চারজন। নির্বাচনে মেয়রসহ ৩৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ১৮৯ প্রার্থী। এর মধ্যে মেয়র পদে ৭ জন, ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর এবং ৯টি সংরক্ষিত নারী আসনে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে ৫০ শতাংশের বেশি ভোটগ্রহণ হয়েছিল। ১৯২ কেন্দ্রের সবগুলোর ফলাফলে নৌকা প্রতীকের আইভী পেয়েছিলেন ১ লাখ ৬১ হাজার ২৭৩ ভোট। আর হাতি প্রতীকে তৈমূর পেয়েছিলেন ৯২ হাজার ১৭১ ভোট। মেয়র পদে আরও ৫ প্রার্থী এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তাদের সবারই জামানত বাজেয়াপ্ত হয়েছিল। হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করেন মুফতি মাছুম বিল্লাহ। তিনি পান ২৩ হাজার ৯৮৭ ভোট। তারপরের অবস্থানে ছিলেন দেয়াল ঘড়ির এবিএম সিরাজুল মামুন পান ১০ হাজার ৭২৪ ভোট। হাতঘড়ির রাশেদ ফেরদৌস ও বটগাছের জসীম উদ্দিন পান যথাক্রমে ১ হাজার ৯২৭ ও ১ হাজার ৩০৯ ভোট। সবচেয়ে কম ১ হাজার ৩০৫ ভোট পান স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম। যার প্রতীক ছিল ঘোড়া।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত