ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চট্টগ্রামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

চট্টগ্রামে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে গত সোমবার নগরের মৌসুমি আবাসিক এলাকায় তথ্যমন্ত্রীর বাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষ্যে আলোচনা ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা শাখার সভাপতি অধ্যাপক অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, ডা আইরিন সুলতানা, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, তথ্য ও গবেষণা সম্পাদক সি আর বিধান বড়ুয়া, প্রচার সম্পাদক লায়ন মো. মাহাতাব উদ্দিন, নৃত্যবিষয়ক সম্পাদক মো. হোসেন মধু, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক পরিবেশবিদ মো. ইমতিয়াজ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মো. শেখ নজরুল ইসলাম মাহমুদ।

সভায় বক্তারা বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। তিনি জন্মেছেন বলেই স্বাধীন বাংলাদেশ অভ্যুদয় হয়েছে। পৃথিবীর কোনো দেশেই একটি আঙুলের ইশারায় স্বাধীন হতে পারে তার নজির নেই। একমাত্র বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবই নজিরবিহীন এই ইতিহাসের কালজয়ী স্বাক্ষী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত