চট্টগ্রাম মহানগরীতে হেলে পড়েছে চারতলা ভবন

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

নগরের পাঁচলাইশ থানার ষোলশহর এলাকায় একটি ৪ তলা ভবন হেলে পড়েছে। গতকাল বুধবার সকালে ষোলশহর রেলস্টেশনের ডান পাশে অবস্থিত ভবনটি হেলে পড়ে। বিষয়টি নিশ্চিত করেন ভবনটির মালিক বাপ্পি আহমেদ। হেলে পড়ার কারণ হিসেবে তিনি বলেন, চশমা খালের প্রকল্পের কাজটির পাশে তিরিশপুর নালা থেকে মাটি তুলে ফেলা হয়েছে। পাশে লক লাগানো ছিল। কিন্ত সে লকগুলো আবার লাগানো হয়নি। যার কারণে সকালে ভবনটি হেলে পড়েছে। তবে নিরাপদে ভাড়াটিয়াদের সরিয়ে নিতে পেরেছি। তিনি আরও যোগ করে বলেন, ভবনটি বেশ পুরোনো। ১৯৮৬-৮৭ সালের দিকে দ্বিতীয় তলা পর্যন্ত বাবা করেছেন। ১৯৯০ সালের দিকে তৃতীয় এবং চতুর্থ তলা আমি করেছি। প্রথমবার বিল্ডিংটি হেলে পড়েছে।  আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দীন বলেন, ভবন হেলে পড়ায় ঘটনাস্থলে বায়েজিদ বোস্তামী ফায়ার স্টেশনের একটি ইউনিট পাঠানো হয়েছে। তবে কাজ করতে হয়নি। আমরা যাওয়ার আগে লোকজন সরিয়ে ফেলা হয়েছে।