ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে সন্ত্রাসী কালা জরিপ গ্রেপ্তার

প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গতকাল বুধবার ভোর রাতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও মাদক সম্রাট মো. জরিপ মিয়া ওরফে কালা জরিপ (৪০) ও তার সহযোগী মো. আনিসুর রহমান (৩৮), মো. জাহিদ ওরফে বাবু (৪৫) ও ঝুমুর আক্তারকে (২৬) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড অ্যামুনেশন (গুলি), একটি টেজার গান, একটি এয়ার পিস্তল, একটি রাম দা, একটি ছোরা, একটি চাকু, একটি লোহার এসএস পাইপ, একটি কাঠের লাঠি, ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট, চার বোতল বিদেশি মদ, একটি গাড়ি, সাতটি মোবাইল ফোন সেট ও ১ লাখ ৯৪ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা কেরানীগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী বাহিনীর সক্রিয় সদস্য, যাদের মূল নেতৃত্বে রয়েছে মো. জরিপ ওরফে কালা জরিপ। গ্রেপ্তারকৃত মো. জরিপ ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকায় ডিস ব্যবসার আড়ালে প্রায় ১৫ বছর ধরে তার সন্ত্রাসী বাহিনী দ্বারা অবৈধ ভূমি দখল ও চাঁদাবাজিসহ বিভিন্নি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।