সিলেটে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রকৃতিতে এখন চলছে মাঘ মাস। মাঘের শীতে বাঘ পালায় প্রবাদের মর্মার্থ এবার হাড়ে হাড়ে টের পাচ্ছেন উত্তর পূর্বাঞ্চলের সিলেটের মানুষ। মাঘের শুরুতে এখনো মেঘের দেখা না মিললেও হাড় কাঁপানো শীতে কাঁপছে সিলেটবাসী। সিলেটে চলতি বছরের গত বুধবার ছিল (১৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা। দিনভর মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে সিলেটের ওপর দিয়ে। তীব্র ঠান্ডায় কাবু ছিল নগরের জনজীবন। রাতের তাপমাত্রাও অপরিবর্তিত ছিল এমনটি জানান আবহাওয়াবিদরা। সরেজমিন দেখা গেছে, তীব্র ঠান্ডায় রাতে নগরের ফুটপাতগুলোতে ছিন্নমূল মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়েছে। অনেকে নামমাত্র উষ্ণ কাপড় ও হালকা কম্বল গায়ে জড়িয়ে খোলা আকাশের নিচে রাত যাপন করছেন। আবহাওয়া অধিদপ্তরের সিলেটের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, সিলেটে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বুধবার ১০ দশমিক ৫ ডিগ্রি। যে কারণে জনজীবনে তীব্র ঠান্ডা অনুভূত হয়েছে। রাতের তাপমাত্রাও অপরিবর্তিত রয়েছে। দিনভর ছিল মৃদু শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ আরও তিন দিন থাকতে পারে জানিয়ে তিনি বলেন, গত বছর সিলেটে সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১০ ডিগ্রি। এবার শীতে তাপমাত্রা নেমেছে ১০ দশমিক ৫ ডিগ্রিতে।

আর তাপমাত্রার পারদ যত কমছে, ততই শীতের কাপড়ের প্রতি ঝুঁকছে মানুষ। নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্তদের ফুটপাতে এবং অলিগলের দোকানে শীতের কাপড় কিনতে ভিড় করতে দেখা গেছে। তাছাড়া মার্কেট বিপণিবিতানগুলোতে শীতের কাপড়ে ছাড় দেয়ার সুযোগও লুফে নিতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। এছাড়া ঘন কুয়াশার কারণে সিলেট বিভাগে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে রাতের কুয়াশাচ্ছন্ন সড়কে এরই মধ্যে বেশ কয়েকটি দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে।