ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

কর্ণফুলী তীরবর্তী ফিশারিজ ঘাট

নতুন স্থাপনা উচ্ছেদ করল চট্টগ্রাম জেলা প্রশাসন

নতুন স্থাপনা উচ্ছেদ করল চট্টগ্রাম জেলা প্রশাসন

কর্ণফুলী নদীর ফিশারিজ ঘাট এলাকায় নদীর তীর দখল করে নতুনভাবে স্থাপনা করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা প্রশাসন একটি অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে ঘটনার সত্যতা পায় জেলা প্রশাসন। অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নু-এমং মারমা মং এবং জামিউল হিকমা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নতুনভাবে গড়ে ওঠা ৮টি পাকা স্থাপনা ও দুটি ঝুপড়ি ঘর ভেঙে দেন। এভাবে স্থাপনা উচ্ছেদ করে নদীর তীর দখলমুক্ত করেন তারা।

অভিযান পরিচালনাকারী জেলা প্রশাসনের একজিকিউটিভ ম্যাজিস্ট্রেট অবৈধ দখলকারীদের সতর্ক করে বলেন, নদীর তীরে অবৈধ দখরকারী কাউকে ছাড় দেয়া হবে না। নদণ্ডনদীর পাড় পাবলিক ট্রাস্ট সম্পত্তি বা জনগণের সম্পত্তি। নদীর পরিবেশগত ভারসাম্য ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করতে জেলা প্রশাসন চট্টগ্রাম কর্তৃক অবৈধ উচ্ছেদ কর্যক্রম চলমান থাকবে বলে জানান এই কর্মকর্তা। 

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত