ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

প্রধানমন্ত্রীর রূপগঞ্জে আগমন উপলক্ষ্যে আ.লীগের প্রস্তুতি সভা

প্রধানমন্ত্রীর রূপগঞ্জে আগমন উপলক্ষ্যে আ.লীগের প্রস্তুতি সভা

আগামী ২ ফেব্রুয়ারি মেট্রোরেল ডিপোর (এমআরটি-১) নির্মাণ কাজের উদ্বোধন করতে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রস্তুতি সভা করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক। এসময় আরও উপস্থিত ছিলেন রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল বাশার টুকু, করিম পাঠান, আলতাফ হোসেন, যুবলীগ নেতা হাজী সফিকুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মহিউদ্দিন মিয়া প্রমুখ।

এসময় রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের উন্নয়নের বিস্ময়কর নেত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সুদক্ষ নেতৃত্বে দেশের প্রতিটি গ্রাম এখন শহরে রূপান্তরিত হয়েছে। রাজধানীর উপকণ্ঠে থেকেও রূপগঞ্জ ছিল অবহেলিত অঞ্চল। তার হস্তক্ষেপে রূপগঞ্জ এখন স্যাটেলাইট শহর। উন্নয়নকে আরেকধাপ এগিয়ে নিতেই রূপগঞ্জে মেট্রোরেলের ডিপোর কাজের উদ্বোধন করবেন তিনি। রূপগঞ্জের সন্তান হিসেবে প্রতিটি নাগরিকের কর্তৃব্য উন্নয়নের এই জীবন্ত কিংবদন্তিকে অভ্যর্থনা জানানো। আমরা অন্তত লক্ষাধিক মানুষ নিয়ে প্রধানমন্ত্রীকে রূপগঞ্জে অভ্যর্থনা জানাতে প্রস্তত থাকবো। সভা শেষে রংধনু গ্রুপের পক্ষ থেকে স্থানীয় অসহায় গরিব মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত