খানবাহাদুর আহ্ছানউল্লার (র.) জন্ম সার্ধশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও মিলাদ মাহফিল

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ মনীষী, শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, ছূফী-দার্শনিক, মানবতাবাদী, শতগ্রন্থ প্রণেতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার (র.) জন্ম সার্ধশত বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা আহ্ছানিয়া মিশন কর্তৃক বছরব্যাপী অনুষ্ঠানমালার প্রথম আয়োজন ‘অলোচনা সভা ও মিলাদ মাহফিল’ গত সোমবার আহ্ছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজে (বি-৯১, রোড : ই-২, ইস্টার্ন হাউজিং লিমিটেড, পল্লবী ২য় পর্ব, মিরপুর-১১, ঢাকা-১২১৬) অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ট্রেজারার ও ভিসি, ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. কাজী শরীফুল আলম। হজরত খানবাহাদুর আহ্ছান উল্লার (র.) জীবনকর্ম ও দর্শন বিষয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন, আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সূফীজমের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির যুগ্ম মহাসচিব মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী। স্বাগত বক্তব্য দেন, এআইআইসিটি’র অধ্যক্ষ কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন আহ্ছানিয়া মিশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মফিজুর রহমান।

অনুষ্ঠানে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার (র.) জীবন ও কর্মের ওপর প্রমাণ্য চিত্র ও ভিডিও প্রদর্শন করা হয়।