ঢাবি ৯০-৯১ ব্যাচের অনুষ্ঠানের উদ্যোগ

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি ছাত্র ও শিক্ষক প্রফেসর ড. মো. মশিউর রহমানকে আহ্বায়ক করে ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০-৯১ ব্যাচের বিশেষ অনুষ্ঠান ‘ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ডে- ২০২৩’ উদযাপনের উদ্যোগ নেয়া হয়েছে। ২০২৩ সালের ৩ মার্চ দিনব্যাপী এটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এক সভায় সর্বসম্মতিক্রমে ৯০-৯১ ব্যাচের সতীর্থ প্রফেসর ড. মশিউর রহমানকে আহ্বায়ক, সাংবাদিক এসএম আকাশ, জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা আনজাম মাসুদ, নারায়ণ সাহা মনি, প্রফেসর ড. গোলাম রব্বানী ও প্রফেসর মাহমুদুর রহমানকে যুগ্ম আহ্বায়ক এবং কলামিস্ট বোরহানউদ্দীন ইউসুফকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট উৎসব কমিটি গঠন করা হয়। নির্বাহী সদস্যদের মধ্যে রয়েছেন- যুগ্ম সচিব আবদুর রাজ্জাক, মডেল ফয়সাল আহসান উল্লাহ, প্রফেসর শওকত আলী, হুমায়ূন কবীর সুজন, আবদুল মাবুদ দুলাল, শরমিন গুলশান, কামরুল হাসান, শাহীনা ইয়াসমিন রুনা। আগামী ২৭ মার্চ থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। উল্লেখ্য, শুধু যারা ঢাকা বিশ্ববিদ্যালয় ৯০-৯১ সেশনে ভর্তি হয়ে অনার্স-মাস্টার্স বা কমপক্ষে গ্র্যাজুয়েশন করেছেন, এটি তাদের নিয়ে তৈরি প্ল্যাটফর্ম। নিবন্ধনের জন্য আগামীকাল শুক্রবার থেকে অনলাইনে কার্যক্রম চলবে ১৫ ফেব্রুয়ারি ২০২৩ পর্যন্ত।