রাজধানীর যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জ থেকে ৫ মাদক কারবারি গ্রেপ্তার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর এলাকায় পৃথক দুইটি অভিযান পরিচালনা করে আনুমানিক ১৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৪ (চুয়াল্লিশ) কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার মাদক কারবারিদের নাম মো. মানিক আলী, মো. সজীব মিয়া, মো. হান্নান ও মো. সুজন বলে জানা যায়। এ সময় তাদের কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ এবং একটি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ-২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া একই তারিখ র‍্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক কারবারির নাম মো. জাহিদুল ইসলাম বলে জানা যায়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে গাঁজা ও ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।