রাজধানীর যাত্রাবাড়ী থেকে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেপ্তার

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

গত ২৫ জানুয়ারি বুধবার র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী মোড় এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের নাম মো. রবিউল ওরফে বাদশা ওরফে রবিউল ছৈয়াল (২৭), মো. জাহিদ হোসেন (২৫) ও মো. সুমন মিয়া ওরফে সুমন বেপারী (২৪) বলে জানা গেছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির উদ্দেশ্যে হেফাজতে রাখা ১টি হাতুড়ি যুক্ত চাইনিজ কুড়াল, ২টি ছোরা জব্দ ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে আসছিল। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে জানা যায়। এছাড়া গ্রেপ্তার মো. রবিউলের বিরুদ্ধে যাত্রাবাড়ী, ডেমরা ও শ্যামপুর থানায় ডাকাতি, অস্ত্রসহ মোট ১০টি মামলা রয়েছে। গ্রেপ্তার জাহিদ হোসেন ও সুমন মিয়ার বিরুদ্ধে ২টি করে ডাকাতির প্রস্তুতির মামলা রয়েছে বলে জানা যায়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।