ঢাকা ২৯ অক্টোবর ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

খুবিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

খুবিতে আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন

গবেষণা জোরদার ও নতুন দিকনির্দেশনা দিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে দুই দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলন (আইসিএসএসআই) উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

উপাচার্য বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা অর্জনে সামাজিক পরিবর্তনকে যথাযথ গুরুত্ব দিতে হবে। কেননা আমরা চাই বা না চাই পরিবর্তন আসবেই। সে পরিবর্তনের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেয়া জরুরি। তা না হলে আমরা পিছিয়ে পড়ব। তিনি আরও বলেন, চতুর্থ শিল্প চলমান রয়েছে। কিন্তু আমরা তার জন্য এখনো পুরোপুরি প্রস্তুত হতে পারিনি। নতুন প্রজন্ম প্রযুক্তি ব্যবহারে দ্রুত এগিয়ে যাচ্ছে। গোটা সমাজ ব্যবস্থায় নানা পরিবর্তন প্রভাব ফেলছে। সমাজবিজ্ঞানীদের এসব দিক নিয়ে গবেষণার মাধ্যমে দিকনির্দেশনা দিতে হবে।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর গবেষণা জোরদারে বিশেষ গুরুত্বারোপ করেছে। তারই ফলে প্রথমবারের মতো সামাজিক বিজ্ঞান স্কুলের আয়োজনে আজ এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। তিনি সম্মেলন আয়োজনে স্কুলের ডিনসহ সংশ্লিষ্ট ডিসিপ্লিনগুলোর শিক্ষক-শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে বলেন, এই সম্মেলন থেকে গবেষণার নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে। যা শিক্ষক-শিক্ষার্থীদের একাডেমিক ক্ষেত্রে উপকারে আসবে, বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে।

সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন আয়োজক কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. তানভীর আহমেদ সোহেল। সূচনা বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. সেলিনা আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক সারা মনামী হোসেন ও অর্থনীতি ডিসিপ্লিনের প্রভাষক ফাহমিদা আক্তার অনি। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান স্কুলের ডিসিপ্লিনগুলোর প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর কি-নোট সেশন অনুষ্ঠিত হয়। এছাড়া দুপুরের পর দুটি পর্বে ছয়টি প্যারালাল টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত