ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গরিব দুস্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তায় অনুদান প্রদান

গরিব দুস্থ ক্যান্সার রোগীদের চিকিৎসা সহায়তায় অনুদান প্রদান

গতকাল শনিবার ৯ জন গরিব দুস্থ ক্যান্সার রোগীর চিকিৎসা সহায়তায় আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালকে ৫ লাখ ৫৫ হাজার ৩৪৯ টাকার একটি চেক প্রদান করে। আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের প্রেসিডেন্ট ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের প্রতিনিধি গোলাম মোর্শেদকে উপরোক্ত চেকটি হস্তান্তর করেন। চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সহ-সভাপতি ও ঢাকা আহ্ছানিয়া মিশনের উপদেষ্টা মোহাম্মদ লকিয়তউল্লাহ, সাপোর্ট ফোরামের সাধারণ সম্পাদক ফিরোজ আলম, ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা মো. মোখলেছুজ্জামান, সহ-প্রশাসনিক কর্মকর্তা সাগিনা সাবরিন প্রমুখ। উল্লেখ্য, আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম আহ্ছানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালকে গরিব দুস্থ ক্যান্সার রোগীদের চিকিৎসার্থে ২০ লাখ টাকা চিকিৎসা সহায়তা প্রদানকল্পে ২০২২ সালের ২৭ আগস্ট একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে। উপরোক্ত অর্থ থেকে এ টাকা প্রদান করা হয়। এখানে আরো উল্লেখ্য, ইতোপূর্বে ২০২২ সালের ৮ অক্টোবর ৮০ জন ভিক্ষুককে পুনর্বাসনের লক্ষ্যে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ডাম ফাউন্ডেশন ফর ইকনোমিক ডেভেলপমেন্টকে (ডিএফইডি) ২০ লাখ টাকার চেক প্রদান করে। কেএনএইচ আহ্ছানিয়া মিশন দুস্থ নারী ও পরিত্যক্ত শিশু কেন্দ্র, পাইকপাড়া, মিরপুর, ঢাকাকে পরিচালনায় নভেম্বর ২০২১ থেকে এ পর্যন্ত আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম মাসিক ১ লাখ টাকা প্রদান করে আসছে। পঞ্চগড়ে আহ্ছানিয়া মিশন শিশু নগরী (পথ শিশু) বিদ্যালয় প্রতিষ্ঠাকল্পে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরাম ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে এবং এর আওতায় এ যাবৎকাল পর্যন্ত ৮ লাখ ৬০ হাজার টাকা বিতরণ করেছে। উপরোক্ত চেক প্রদান অনুষ্ঠানে আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের প্রেসিডেন্ট ও ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট কাজী রফিকুল আলম এবং সাপোর্ট ফোরাম সহ-সভাপতি ও মিশনের উপদেষ্টা মোহাম্মদ লকিয়তউল্লাহ সভায় উপস্থিত সুধীমন্ডলীকে আহ্ছানিয়া মিশনের মানবিক কার্যাবলী সম্মন্ধে সমাজের সর্বসাধারণকে অবহিতকরণের জন্য বিনীত অনুরোধ করেন যাতে সমাজের সচেতন মানুষ আহ্ছানিয়া মিশন সাপোর্ট ফোরামের সদস্য হওয়ার মাধ্যমে আর্তমানবতার সেবায় সম্পৃক্ত হতে পারেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত