ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ছাত্রলীগ-যুবলীগ গোলাগুলি আহত দুই

ছাত্রলীগ-যুবলীগ গোলাগুলি আহত দুই

ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে নগরীর বাউন্ডারি রোড এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন- নগরীর নতুন বাজার এলাকার রাজ্জাক মিয়ার ছেলে শাকিল (২৫) ও নওমহল এলাকার জাহিদ হাসানের ছেলে রিমন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে হাসপাতালে ভর্তি করেন। তারা বর্তমানে হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও স্থানীয় জানায়, ঘটনার সময় রাত সাড়ে ৮টার দিকে নগরীর বাউন্ডারি রোড এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মহানগর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান গ্রুপ এবং মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওসেল আহম্মেদ অনি গ্রুপের মধ্যে গুলাগুলি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত দুই জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওসেল আহম্মেদ অনি বলেন, জমি নিয়ে বিরোধের জের ধরে শালিসের কথা বলে রাসেল পাঠান আমার আত্মীয়ের জমির প্রকৃত মালিকদের সঙ্গে যা তা ব?্যবহার করে। এ সময় তাদের সঙ্গে জমির মালিকদের হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাসেল পাঠানের লোকজন আমার এলাকায় হামলা চালিয়ে বেশ কয়েকটি দোকান ও যানবাহন ভাঙচুর করে এবং গোলাগুলির ঘটনাও ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত