মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তর

নতুন উপ-পরিচালক ডা. সঞ্জীব সূত্রধর

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের নতুন উপ-পরিচালক হিসেবে যোগদান করেছেন বিসিএস (প্রাণিসম্পদ) ক্যাডারের কর্মকর্তা (উপসচিব) ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার-১৪১৮ প্রাপ্ত ডা. সঞ্জীব সূত্রধর। গত ২২ ডিসেম্বর তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে যোগদান করেন। জানা যায়, রাষ্ট্রপতির আদেশক্রমে গত ১৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়। এর পূর্বে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়াধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। গতকাল রোববার সকাল ১০টায় তথ্য দপ্তরের সভাকক্ষে তার যোগদান উপলক্ষ্যে পরিচিতিপর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় তথ্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করে নেন। পরিচিতি পর্বের অনুষ্ঠানে ডা. সঞ্জীব সূত্রধর বলেন, আমি যেখানে কাজ করার সুযোগ পেয়েছি সেখানে নিজের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি ভালো কিছু করার। এ দপ্তরে যেহেতু পদায়ন করা হয়েছে, তাই এই প্রতিষ্ঠানকেও নিজের প্রতিষ্ঠান মনে করে আপনাদের সবাইকে নিয়ে কাজ করে যাব। এই প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু করার সর্বোচ্চ চেষ্টা করব। তিনি দপ্তরের সার্বিক কার্যক্রমে সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের একান্ত সহযোগিতা কামনা করেন।