ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন আজ

না.গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন আজ

আজ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইনজীবী সমিতির সেলিম ওসমান ভবনের নিচ তলায় সকাল ৯টা থেকে শুরু করে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুটি প্যানেলে ১৭টি পদে লড়ছেন ৩৪ প্রার্থী। নির্বাচনে মোট ভোটার ১ হাজার ১৫১ জন।

জানা গেছে, কয়েক দিন ধরেই নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন কেন্দ্র করে আদালতপাড়ায় প্রচারণা চালিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত প্যানেলের আইনজীবীরা। আদালতপাড়া সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে গেল ৮ বছর ধরেই কাণ্ডারিবিহীন রয়েছে বিএনপিপন্থি আইনজীবীরা। ২০১৪ সালের পর জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিএনপির কোনো প্রার্থী জয়ের দেখা পায়নি। অথচ ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনবারের নির্বাচনে সমিতির গুরুত্বপূর্ণ দুটি পদে দাপুটে জয় ছিল বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীদের। কিন্তু গত কয়েক বছর ধরে তারা নির্বাচনে অংশ নিলেও শেষ পর্যন্ত তাদের নির্বাচন থেকে সরে যেতে হচ্ছে অথবা নির্বাচনে থেকে মার খেতে হচ্ছে। সেই সঙ্গে তাদের শোচনীয় পরাজয় বরণ করতে হচ্ছে। যে কারণে এবার টানা নবম জয় নিজেদের ঝুলিতে তুলতে চায় আওয়ামী লীগের প্যানেল। অন্যদিকে বিএনপি সমর্থিত প্যানেল চাইছে ঘুরে দাঁড়াতে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত