ঢাকা ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহী অঞ্চলের কলেজ অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা

রাজশাহী অঞ্চলের কলেজ অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা

রাজশাহী অঞ্চলের সব অধিভুক্ত সরকারি-বেসরকারি কলেজের অধ্যক্ষদের নিয়ে কর্মশালার আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার রাজশাহীর মনিবাজারের শহীদ এএইচএম কামারুজ্জামান অডিটরিয়ামে ‘শিক্ষা ব্যবস্থাপনা ও শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক কর্মশালা ও মতবিনিময়’ শীর্ষক এই কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রাজশাহী অঞ্চলের ৪০৬টি কলেজের অধ্যক্ষ এ কর্মশালায় অংশগ্রহণ করেন। কর্মশালায় উচ্চশিক্ষার মানোন্নয়নে বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও সুপারিশ তুলে ধরে বক্তব্য দেন অধ্যক্ষরা। কর্মশালায় সরকারি-বেসরকারি, প্রফেশনাল কলেজগুলোর অধ্যক্ষরা আটটি গ্রুপে ভাগ হয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার মানোন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। তারা এরই মধ্যে অ্যাকাডেমিক এবং ফিজিক্যাল মাস্টার প্ল্যান প্রণয়ন করেছে। কর্মমুখী ১৩টি পিজিডি কোর্স চালুর উদ্যোগ গ্রহণ করেছে। ১৯টি শর্ট কোর্স চালু করতে যাচ্ছে। এসব খুবই ভালো উদ্যোগ। কর্মমুখী শিক্ষা নিশ্চিতে এসব উদ্যোগ কার্যকর ভূমিকা পালন করবে। কারণ বর্তমান সময়ে একজন শিক্ষার্থীকে অবশ্যই ভাষা, সফট স্কিল, আইসিটি ও অন্ট্রাপ্রেনারশিপ শিখতে হবে। তানাহলে বিশ্বের নতুন চ্যালেঞ্জ মোকাবিলা কঠিন হয়ে পড়বে। শিক্ষার নানা উদ্যোগের কথা জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষায় রূপান্তর ঘটতে যাচ্ছে। শিখন এবং পঠন পদ্ধতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। আমরা এবছর ২৬টি নতুন বই রচনা করেছি। এগুলোতে ভুল থাকলে আমরা পরিবর্তন করব। কিন্তু একটি পক্ষ গুজব ছড়িয়ে পরিবেশ অশান্ত করতে চায়। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সঠিক তথ্য জানতে হবে, জানাতে হবে।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা এমপি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম কবীর, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ আজম প্রমুখ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেনের সঞ্চালনায় কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জোবাইদা আয়েশা সিদ্দিকা, পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান, তথ্যপ্রযুক্তি দপ্তরের পরিচালক মো. মুমিনুল ইসলাম, রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের পরিচালক মো. ফয়জুল করিম মনির প্রমুখ। কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন দপ্তরের পরিচালক রফিকুল আকবর। অনুষ্ঠান শেষে রাজশাহী সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত