মানিকনগরে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে তিতাসের অভিযান

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

রাজধানীর মুগদা থানা মানিক নগর আবাসিক এলাকার বাসা-বাড়িতে অবৈধভাবে তিতাসের গ্যাস সংযোগ রোধে অভিযান পরিচালনা করেছে তিতাস কর্তৃপক্ষ। গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মানিকনগরে তিনটি কমার্শিয়াল ও একটি আবাসিক বাসায় অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্নসহ সিলগালা করে দেয়া হয়। পাশাপাশি ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, আমরা বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করতে দেখেছি। এজন্য আমরা আইন অনুযায়ী অর্থদণ্ড দিয়েছি। তিনি বলেন, আমরা সবাইকে সচেতন হতে বলব। মানুষের মধ্যে যদি দেশপ্রেম থাকে, তাহলে তারা আর অবৈধভাবে গ্যাস ব্যবহার করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না। তিনি আরো বলেন, কোথাও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেলে জেল-জরিমানা করা হবে। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন মো. মনজুরুল আজিজ মোহন ডেপুটি জেনারেল ম্যানেজার, মাহফুজুল সিদ্দিক ব্যবস্থাপক ইএস মেঢাবিবি ৩ প্রমুখ।