না.গঞ্জে পদ্মা অয়েল ডিপোতে অগ্নিকাণ্ডে আহত সাত

প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নেভাতে গিয়ে সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন- পদ্মা ডিপোর শ্রমিক গোলাপ (২৯), ফজল মিয়া (৬০), শফিউদ্দিন (৫৯), মোজাম্মেল (৫০), নাজমুল (২৫), সিরাজ মিস্ত্রি। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই ডিপোর নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে কর্মরতরা। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে পুরোপুরি আগুন নেভায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় ১০-১২টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেক্ট্রিক তারগুলো পুড়ে গেছে বলে জানা গেছে ।

এ বিষয়ে পদ্মা ডিপো গোদনাইল শাখার ব্যবস্থাপক (অপারেশন) শাহজাহান চৌধুরী জানান, সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে পাম্প হাউজে। ঘটনার সঙ্গে সঙ্গে আমাদের লোকজন নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যাবস্থার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, সকাল ৯ টা ৫ মিনিটের সময় অগ্নিকান্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নেভাতে গিয়ে পদ্মা অয়েল ডিপোর কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন আহত হয়।

এ বিষয়ে সিদ্ধিগঞ্জ থানার ওসি গোলাম মোস্তফা জানান, মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে পদ্মা ডিপোর পাম্প হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে এ ঘটনায় পাঁচজন আহত হয়েছে। তাদের ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গতকাল সকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের পদ্মা অয়েল কোম্পানির তেলের ডিপোর পাম্প হাউজে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসে। তবে তাদের আঘাত গুরুতর নয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।