ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চবি চারুকলার শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

চবি চারুকলার শিক্ষার্থীদের ক্যাম্পাস ত্যাগের নির্দেশ

রাত ১০টার মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ক্যাম্পাস ও ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দিয়েছে প্রশাসন। পাশাপাশি আগামী এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউটের যাবতীয় ক্লাস ও পরীক্ষা। এই এক মাস ইনস্টিটিউট সংস্কারের কাজ করবে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ৫৪২তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট। বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ড. খাইরুল ইসলাম। তিনি বলেন, এক মাস বন্ধ থাকবে ইনস্টিটিউট। এ সময় অনলাইনে ক্লাস নেবে শিক্ষকরা। পাশাপাশি গতকাল রাত ১০টার মধ্যে শিক্ষার্থীদের চারুকলা ক্যাম্পাস ত্যাগের নির্দেশনাও দিয়েছে সিন্ডিকেট।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে ফিরিয়ে নেয়ার দাবিতে ৯৩ দিন করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তবে সম্প্রতি শিক্ষার্থীদের আরেকটা অংশ ক্লাসে ফেরার দাবিতে পাল্টা অবস্থান নেন। এর আগে গত বছরের ২ নভেম্বর থেকে ২২ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন শুরু করেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। প্রশাসন দাবি মানতে ইতিবাচক সাড়া দিলেও পরে ২২ দফা দাবি মূল ক্যাম্পাসে ফেরার এক দফা দাবিতে রূপ নেয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত