ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শাবিপ্রবিতে ১৩৪ আসনে চলছে স্পট ভর্তি কার্যক্রম

শাবিপ্রবিতে ১৩৪ আসনে চলছে স্পট ভর্তি কার্যক্রম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষে ২০২১-২২ সেশনে স্পট ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২১ নম্বর কক্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে ১৩৪টি আসনে শিক্ষার্থীদের ভর্তি করানের কথা রয়েছে। ভর্তি কমিটি সূত্র জানায়, স্নাতক প্রথম বর্ষে ‘এ’ ও ‘বি’ ইউনিটে তাৎক্ষণিক সাক্ষাৎকারের ভিত্তিতে শূন্য আসন পূরণের লক্ষ্যে শিক্ষার্থীদের ডাকা হয়েছে। এতে সকাল ৯টার দিকে ‘এ’ ইউনিটে মেধাতালিকা ৮ হাজার ১ থেকে ৯ হাজার ৪০০ পর্যন্ত, দুপুর ২টার দিকে ‘বি’ ইউনিটে মেধাক্রম ১ হাজার ১০১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত আসন খালি থাকা সাপেক্ষে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত