বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ আজ
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বরিশাল ব্যুরো
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, তেল গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে আজ শনিবার বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ। এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিএনপি নেতারা। সমাবেশ সফল করতে স্থানীয় নেতাদের পাশাপাশি কেন্দ্রীয় নেতারাও এরই মধ্যে বরিশাল এসে পৌঁছেছেন।
কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহসম্পাদক কাজী রওনকুল ইসলাম টিপু জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ৪ ফেব্রুয়ারি বেলা ২টায় নগরীর জিলা স্কুল মাঠে বিএনপির বরিশাল বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, বিএনপির উর্বর ভূমি হিসেবে বরিশালে বিএনপির সমাবেশ সব সময়ই একটি আলাদা গুরুত্ব বহন করে। আমরা আশাবাদী বরিশালের সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়ে একটি স্বার্থক সমাবেশ হবে। আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করবেন বিএনপির স্থায়ী বমিটির সদস্য ড. আবদুল মঈন খান। এছাড়াও সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তৃতা করবেন। গতকাল বিকালের মধ্যেই শেষ হয় মঞ্চ তৈরির কাজ। সমাবেশ সফল করার জন্য নগরীসহ জেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সমাবেশ আলোচনা সভা ও লিপলেট বিতরণ। এ উপলক্ষ্যে গতকাল সকালে বরিশাল নগরীর সদররোডে থেকে শুরু করে নগরীর সদর রোড, হেময়েত উদ্দিন রোড, চকবাজার ও কাঠপট্টিসহ বিভিন্ন এলকায় লিফলেট বিতরণ করা হয়। এ সময়ে অন্যদের মধ্যে কেন্দ্রীয় বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজি রওনকুল ইসলাম টিপু, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক ও সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। পরে নগরীতে একটি মিছিল বের করা হয়। এর আগে দলীয় কার্যালয়ে অলোচনা সভা অনুষ্ঠিত হয়।