ঢাবিতে ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথ’ বিষয়ে কর্মশালা
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয় ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হেলথ সার্ভিস বিভাগের ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের যৌথ উদ্যোগে ‘ডেভেলপমেন্ট অব দি কনটেন্টস ফর দি শর্ট কোর্স অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পাবলিক হেলথ’ শীর্ষক একটি কোর্স চালুর সম্ভাব্যতা নিয়ে দিনব্যাপী এক কর্মশালা গত বৃহস্পতিবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পাবলিক হেলথ) সৈয়দ মজিবুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন ও ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. জিল্লুর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিটের (সিসিএইচপিইউ) পরিচালক অধ্যাপক ড. ইকবাল কবির, ইউএনএফপিএ’র প্রোগ্রাম এনালিস্ট নাবিলা পূর্ণ এবং এফসিডিওর স্বাস্থ্য উপদেষ্টা রশিদ জামান। প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, ক্লাইমেট চেঞ্জ ও পাবলিক হেলথ্ ইস্যু দুটি একটি অপরটির পরিপূরক এবং অত্যন্ত সময়োপযোগী। এই দুটি বিষয়ে বিশদ আকারে গবেষণা করার প্রয়োজন রয়েছে।
এজন্য ক্লাইমেট চেঞ্জ এবং পাবলিক হেলথ বিষয়ে শর্ট কোর্স চালু খুবই সময়োপযোগী। দেশের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সমস্যা নিরূপণে এই দুটি বিষয়ে যৌথভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে এই কোর্সটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জলবায়ু পরিবর্তনের মাধ্যমে মানুষের স্বাস্থ্যগত বিভিন্ন সমস্যা তৈরি হয়, মানুষের কর্মক্ষমতা হ্রাস পায় এবং দেশের উৎপাদন ক্ষমতাও কমে যায়। এই বিষয়গুলো বিবেচনায় এনে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করতে তিনি গবেষক ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।