ঢাকা ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

রাজশাহীতে দুইজনকে গুণীজন সংবর্ধনা দিলেন মেয়র লিটন

রাজশাহীতে দুইজনকে গুণীজন সংবর্ধনা দিলেন মেয়র লিটন

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে উত্তরীয় ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে তাদের সংবর্ধিত করেন আওয়ামী লীগের সভাপতিদণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভাপতির বক্তব্যে মেয়র বলেন, গুণীজনরা নিজ নিজ ক্ষেত্রে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাদের সংবর্ধনা দিতে পেরে আমরা আনন্দিত।

অনুষ্ঠানে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও মিসেস তৌফিকা আনোয়ার। সংবর্ধনা প্রদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংবর্ধিত গুণীজনরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য দেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট নাগরিক, রাজনৈতিক নেতা, নাগরিক সমাজ ও ব্যবসায়ী নেতা, চিকিৎসক, আইনজীবী, রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও বিভাগীয় প্রধান, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, স্কুল ও কলেজের প্রধান, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত