এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বোরোবি) শিক্ষার্থীদের সঙ্গে বহিরাগতদের দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। গত বৃহস্পতিবার রাত ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় সংলগ্ন পার্কের মোড় এলাকায় এই সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয়পক্ষই লাঠি, হকিস্টিক, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রের ব্যবহার করে। এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট থেকে শুরু করে পুরো পার্কের মোড়সহ আশপাশের এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ ও শিক্ষার্থীরা জানান, গত মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পিঠা উৎসব চলাকালে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে বহিরাগত এক যুবক উত্ত্যক্ত করে এবং অশালীন অঙ্গভঙ্গি করে। এ নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে বহিরাগত যুবকের বাগবিত-া হয়। এরই জেরে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে পার্কের মোড় এলাকায় এক শিক্ষার্থীকে বহিরাগত কয়েকজন আটক করে লাঞ্ছিত করে। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে কয়েকজন শিক্ষার্থী আটক করে রাখা শিক্ষার্থীকে উদ্ধার করতে গেলে দুইপক্ষের মধ্যে প্রথমে বাগবিত-া ও ধাওয়া-পাল্টাধাওয়া হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে দুইপক্ষই পরস্পরের বিরুদ্ধে বৃষ্টির মতো ইট-পাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে শতাধিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলাকালে ৩/৪টি দোকান ভাঙচুর করা হয়। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, তিনি খবর পেয়ে ঘটনাস্থলে যান। রাত ১১টার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।