ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতীয় পর্যটকদের মোংলা বন্দরে অভ্যর্থনা

ভারতীয় পর্যটকদের মোংলা বন্দরে অভ্যর্থনা

গতকাল শনিবার দুপুর ২টায় ভারতীয় বিলাসবহুল পাঁচ তারকা মানের পর্যটন জাহাজ গঠ এধহমধ ঠরষষধং ৩০ জন পর্যটকসহ মোংলা বন্দরের ০৭ নম্বর জেটিতে নোঙর করে। মোংলা বন্দর জেটিতে প্রমোদতরী ও বিদেশি পর্যটকদের অভ্যর্থনার সব আয়োজন করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। উক্ত অভ্যর্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ নৌপরিবহন মন্ত্রণালয় ও মোংলা বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তারা। গঠ এধহমধ ঠরষষধং মোংলা বন্দরে অবস্থানকালে পর্যটকদের নির্বিঘœ, নিরাপদ চলাচল ও নিরাপত্তায় যাত্রীদের অভ্যর্থনাসহ সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে মোংলা বন্দর কর্তৃপক্ষ। সম্প্রতি মোংলা বন্দরের মাধ্যমে ভারতের সঙ্গে পণ্য পরিবহন শুরু হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে আমাদের বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বন্ধুত্ব ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার হচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত