ইউনাইটেড হেলথকেয়ারের বিশ্ব ক্যান্সার দিবস উদযাপন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ইউনাইটেড হেলথকেয়ারের সহ-প্রতিষ্ঠান ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এমএ রশিদ হসপিটাল এবং মেডিক্সে বিশ্ব ক্যানসার দিবস উদযাপন করেছে গত ৪ ফেব্রুয়ারি। এই দিবস উপলক্ষ্যে ইউনাইটেড হেলথকেয়ার ফ্রি ক্যান্সার স্ক্রিনিংসহ পুরোমাস জুড়ে নানামুখী কর্মসূচি পালন করছে। ক্যানসার স্ক্রিনিং সাধারণ মানুষের মধ্যে ক্যান্সার বিষয়ে সচেতনতা বাড়াতে এবং শুরুতেই ক্যানসার শনাক্ত করার জন্য পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করবে।

উল্লেখ্য, শুরুতেই ক্যানসার শনাক্ত এবং সঠিক চিকিৎসায় প্রায় এক-তৃতীয়াংশ ক্যানসার নিরাময় সম্ভব। এই উদ্যোগটি সারা দেশের মানুষকে উচ্চমানের স্বাস্থ্যসেবা এবং সহায়তা প্রদানের জন্য ইউনাইটেড হাসপাতালের প্রতিশ্রুতির অংশ। মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে গুলশানের ইউনাইটেড হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের নেতৃত্বে ৪ ফেব্রুয়ারি থেকে ৭ দিন ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। জামালপুরের এমএ রশিদ হসপিটালে গত ৩ ফেব্রুয়ারি দিনব্যাপি ক্যানসার স্ক্রিনিং অনুষ্ঠিত হয়েছে। সাতারকুলের ইউনাইটেড মেডিক্যাল কলেজ ও হসপিটালে সোমবার ৬ ফেব্রুয়ারি সকাল ৮:৩০টা থেকে দুপুর ২:৩০টা পর্যন্ত এবং আগামী শনিবার ১২ ফেব্রুয়ারি ধানমন্ডির মেডিক্সে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ক্যান্সার স্ক্রিনিং অনুষ্ঠিত হবে। উক্ত ফ্রি ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে যে কেউ ক্যান্সারের পারিবারিক ইতিহাস ও শারীরিক লক্ষণাদি পর্যালোচনা করে ক্যান্সারের উপস্থিতি কিংবা সম্ভাবনা যাচাই করতে পারবেন। প্রয়োজনে পরবর্তী করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন।