ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

না.গঞ্জে রেস্তোরাঁয় গুলি

ভবন মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

ভবন মালিক ও ছেলের বিরুদ্ধে মামলা

নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আঙ্গুরা শপিং কমপ্লেক্সে অবস্থিত সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁয় গুলি চালিয়ে আহত করার ঘটনায় মামলা করা হয়েছে। গতকাল সোমবার সকালে ভুক্তভোগী রেস্তোরাঁর মালিক শুক্কুর মিয়া বাদী হয়ে এই মামলা করেন। মামলায় আসামী করা হয়েছে ভবন মালিক ও তার ছেলেকে। আসামিরা হলো, আঙ্গুরা শপিং কমপ্লেক্সের মালিক আজাহার তালুকদার (৬৮) এবং তার ছেলে আরিফ তালুকদার মোহন (২৫)। উভয়কেই এই মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 

মামলায় উল্লেখ করা হয়, রোববার রাত সাড়ে ৮টায় আজাহার রেস্তোরাঁ মালিকের কাছে এসে পানির বিল বাবদ ১০ লাখ টাকা চায়। সেই টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তর্ক বিতর্ক করে। একপর্যায়ে বাসা থেকে একটি পিস্তল ও একটি শর্টগান নিয়ে এসে আমাকে খুঁজতে থাকে। আমি ভয়ে দূরে সরে যাই। পরে আমাকে না পেয়ে ফাঁকা গুলি করে। এসময় রেস্তোরাঁর ম্যানেজার কাজল দৌড়ে এলে তাকে লক্ষ করে গুলি ছুড়লে তার পেটে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে সে দ্রুত ঘরের ভেতর আত্মগোপন করে।   

বিষয়টি নিশ্চিত করে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক শফিকুল ইসলাম শিকদার বলেন, এই ঘটনায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছে। অভিযুক্ত দুই আসামিকে ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করেছি আমরা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল, সাত রাউন্ড ম্যাগাজিন লোড গুলি, একটি শর্টগান, একটি পিস্তলের গুলির খোসা, একটি শর্টগানের গুলির খোসা জব্দ করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত