ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিজ্ঞান জাদুঘরে তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ

বিজ্ঞান জাদুঘরে তথ্য অধিকার বিষয়ে প্রশিক্ষণ

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে তথ্য অধিকার বিষয়ে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনার অংশ হিসেবে গতকাল এক প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রাতিষ্ঠানিক পরিবেশ, কর্মকর্তা-কর্মচারীদের কর্ম তৎপরতা, দর্শক সেবার মান, আধুনিক বৈজ্ঞানিক উদ্ভাবন ইত্যাদি বিষয়ে দীর্ঘ পর্যবেক্ষণ ও আলোচনা করা হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মফিজুর রহমান।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মো. মুনীর চৌধুরী বলেন, সরকারি দপ্তর হিসেবে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সততা, শৃংখলা ও পরিচ্ছন্নতা বজায় রাখতে কর্তৃপক্ষ সদা সচেষ্ট। প্রশাসনিক ব্যবস্থাপনায় এবং জনসেবায় আমরা সর্বোচ্চ দক্ষতা, জবাবদিহিতা ও শুদ্ধতা প্রতিষ্ঠায় কঠোরভাবে দৃঢ় প্রতিজ্ঞ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত