ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বরিশালে শতভাগ পাসের তালিকায় ৩৪ কলেজ

বরিশালে শতভাগ পাসের তালিকায় ৩৪ কলেজ

উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে এবার কোনো কলেজেই শূন্য পাস নেই। তবে শতভাগ পাসের তালিকায় রয়েছে ৩৪টি কলেজ।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এবার পরীক্ষার্থীদের ইংরেজি সাবজেক্টে তুলনামূলক ফল খারাপ হয়েছে। এবার বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে পাসের হার ৮৬ দশমিক ৯৫ ভাগ। গত বছর পাসের হার ছিল ৯৫ দশমিক ৭৬। গত বছরের তুলনায় পাসের হার কম হলেও ফলে সবাই সন্তুষ্ট বলে জানিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। অপরদিকে এবার জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৩৮৬ জন, যা গত বছরের তুলনায় ২ হাজার ৫৮৫ জন কম। অরুন কুমার আরও বলেন, এবার সর্বমোট ৬১ হাজার ৮৮৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৫৩ হাজার ৮০৭ জন। এরমধ্যে ছেলে ২৫ হাজার ৫৮৮ ও মেয়ে ২৮ হাজার ২১৯ জন। এছাড়া ৭ হাজার ৩৮৬ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ছেলে ২ হাজার ৫৮০ ও মেয়ে ৫ হাজার ৮০৬ জন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত