পদক্ষেপের বিজনেস প্ল্যান কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বেসরকারি উন্নয়ন সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দুই দিনব্যাপী ‘বিজনেস প্ল্যান ২০২২-২৩ পর্যালোচনা, অগ্রগতি ও পরিকল্পনা বাস্তবায়ন কৌশল নির্ধারণ শীর্ষক জাতীয় কর্মশালার আয়োজন করেছে।

রাজধানীর টোকিও কনভেনশন সেন্টারে গত বুধবার পদক্ষেপের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দীক প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক সালেহ্ বিন সামসের। কর্মশালায় উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক মুহম্মদ রিসালাত সিদ্দীক, যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম, মো. মনিরুজ্জামান সিদ্দীক, সাইয়েদুল ইসলাম, মো. শামছুজ্জামান ও মুহম্মদ সরওয়ার মৃধাসহ বিভাগীয় প্রধান ও বিভিন্ন পর্যায়ের ম্যানেজাররা। কর্মশালায় পদক্ষেপের ভিশন, মিশন, ট্যাগলাইন, মূল্যবোধ, রি-ব্র্যান্ডিং কার্যক্রম, প্রোগ্রাম, প্রকল্প, কর্মসূচি পরিচিতি এবং বিজনেস প্ল্যানের অগ্রগতি পর্যালোচনা করা হয়।