ঢাবিতে চলচ্চিত্র উৎসব সমাপ্ত

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সুস্থ ধারার সংস্কৃতি চর্চার উপর গুরুত্বারোপ করে বলেন, সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় অঙ্গন যেন বাণিজ্যিকীকরণ করা না হয় সেজন্য শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। গতকাল বৃহস্পতিবার ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী ‘আমার ভাষার চলচ্চিত্র’ শীর্ষক চলচ্চিত্র উৎসবের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি শিয়ান শাহরিয়ার আলমগীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট চলচ্চিত্র বিষয়ক লেখক ও সমালোচক মাহমুদুল হোসেন, চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন সাকের এবং চলচ্চিত্র সংসদের সাধারণ সম্পাদক কেএম ইতমাম ইসলাম। অনুষ্ঠানে চলচ্চিত্র নির্মাতা বাদল রহমানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ চলচ্চিত্রটিকে হীরালাল সেন পদক প্রদান করা হয়। এছাড়া ৪টি ক্যাটাগরিতে ‘দামাল’, ‘সাঁতার’, ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ এবং ‘শিমু’ চলচ্চিত্রকে পুরস্কৃত করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বাংলা ভাষা, সং¯ৃ‹তি, সমাজ ও সভ্যতার বিকাশে সুস্থ ধারার বাংলা চলচ্চিত্র নির্মাণের উপর গুরুত্বারোপ করে বলেন, চলচ্চিত্র একটি সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানবিক, অসাম্প্রদায়িক ও উন্নত সমাজ বিনির্মাণে চলচ্চিত্রসহ অন্যান্য সহশিক্ষামূলক সাংস্কৃতিক কর্মকাণ্ডে বেশি করে সম্পৃক্ত হওয়ার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, দুই বাংলার সমসাময়িক ও ধ্রুপদী ১৮টি চলচ্চিত্র, দুটি স্বল্পদৈর্ঘ্য ও দুটি প্রামাণ্যচিত্র নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ২১তম এই চলচ্চিত্র উৎসব।