চট্টগ্রামে ফুল উৎসব শুরু আজ

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

‘ফুলের মতন আপনি ফুটাও গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ চট্টগ্রামে প্রথমবারের মতো শুরু হচ্ছে ফুল উৎসব। মেলা চলবে আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। গতকাল বৃহস্পতিবার দুপুরে সীতাকুণ্ডের ফৌজদারহাট সাগরপাড়ের ডিসি পার্কে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে চট্টগ্রামে জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেন। ফুল উৎসবে ১২০ প্রজাতির দেশি-বিদেশি ফুল শোভা পাবে। আয়োজকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় দেশি-বিদেশি শতাধিক প্রজাতির কয়েক লাখ ফুলের গাছ শোভা পাবে। এছাড়া দর্শনার্থীদের জন্য চট্টগ্রামে প্রথমবারের মতো নিজেদের রোপণ করা বাহারি টিউলিপ ফুল থাকবে। ফুল উৎসবে নারী-পুরুষ, শিশু-কিশোরসহ নানা শ্রেণি-পেশার মানুষের বিনোদনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি কায়াকিং ও সাম্পানের ব্যবস্থা, শিশুদের জন্য কিডস জোন এবং ঘুড়ি উড়ানোর ব্যবস্থা থাকবে। মেলা ঘিরে বিশাল আকৃতির দৃষ্টিনন্দন দুই দিঘির মাঝখানে সড়ক নির্মাণ করা হয়েছে। একই সঙ্গে দর্শনার্থীদের আকৃষ্ট করতে রংতুলির আঁচড়ে নতুন রূপে সাজানো হয়েছে। অনুষ্ঠানের পাশেই থাকছে বিনামূল্যে পার্কিংয়ে র সুব্যবস্থা। মেলায় সার্বিক নিরাপত্তার অংশ হিসেবে পুরো এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে। এর সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্বেচ্ছাসেবক টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। প্রতিবন্ধী শিশু-কিশোর ও এতিমদের ঘিরে থাকবে বিশেষ আয়োজন। বয়স্কদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। অনুষ্ঠানটি সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। উল্লেখ্য, গেল ৪ জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ফৌজদারহাট-বন্দর সংযোগ সড়কের একেবারেই কাছে মাদক, অপরাধ ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে সরকারের ১৯৪ দশমিক ১৩ একর জায়গা উদ্ধার করে, যার বাজার মূল্য অন্তত ১ হাজার কোটি টাকা। জায়গাটি উদ্ধারের পর চট্টগ্রামে পর্যটন শিল্পের প্রসারে উদ্যোগ নেয় চট্টগ্রাম জেলা প্রশাসন। একদিকে সমুদ্র অন্যদিকে মেরিন ড্রাইভ ঘিরে সরকারের এই ১৯৪ একর জায়গাকে নিয়ে মহাপরিকল্পনা সাজানো হয়। সে লক্ষ্যে নান্দনিক আকর্ষণীয় স্পট তৈরিতে প্রথমবারের মতো ফুলের মেলা করার উদ্যোগ নেয়া হয়।